আমাদের প্রতিবেদক
রাজধানীর পল্টন থেকে নিখোঁজের পরদিন সানি (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানি গুলিস্তান এলাকার সাগর শেখ ও ঝর্ণা বেগম দম্পতির সন্তান। শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সানির লাশ উদ্ধার করে। বস্তাটি একটি তোশক দিয়ে ঢাকা ছিল। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করার পর খুনিরা লাশ বস্তায় ভরে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
0 মন্তব্য