।। নিজস্ব প্রতিবেদক ।।
মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ পৃথক ৩টি মামলায় আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্যকে। গত বছরের ১৫ নভেম্বর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৮ সালের ১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ নিপুণ রায়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
0 Comments