আমাদের প্রতিবেদক
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেগম বুলবুল আখতারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলীরা। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে প্রধান প্রকৌশলীর পক্ষ থেকেও পদোন্নতি প্রাপ্ত সহকারী প্রকৌশলীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রোববার দুপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেগম বুলবুল আখতারের নিজ কার্যালায়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী মীর মুয়াজ্জেম হুসেন, নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান নয়নসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
0 মন্তব্য