আমাদের প্রতিবেদক
করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক ছাড়
করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী আমদানিতে কর ছাড় দিয়েছে সরকার।
রবিবার (২২ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি থাকতে পারে। পণ্যের সংখ্যা মোট ১৭টি।
তবে এক্ষেত্রে দুইটি শর্ত আরোপ করেছে এনবিআর। শর্ত দুটি হলো— ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুধিবা পাবে এবং আমদানি করা পণ্য মানসম্মত কিনা তা ওষুধ প্রশসন অধিদফতর নিশ্চিত করবে।
এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।
0 মন্তব্য