জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের নিখোঁজের দুদিন পর এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট এলাকার হারাবতী নদী থেকে আবু হোসেন নামে ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল।
নিহত আবু হোসেন জয়পুরহাট সদর উপজেলার কাদোঁয়া ঢোলপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, বুধবার বিকেলে আবু হোসেন ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি তিনি। লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।
দুদিন আগেই অটো ভ্যানটি ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভেসে দেয়া হয়েছে বলে মনে করছে পুলিশ।
0 মন্তব্য