রাজবাড়ী প্রতিনিধি :
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের অচলাবস্থার কারণে যানবাহনের চাপ থেকেই যাচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে থাকে অন্তত দেড় শত পণ্যবাহী ট্রাক।
তবে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও পচনশীল পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও পচনশীল পণ্যবাহী ট্রাক। তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের পণ্যবাহী ট্রাকগুলো এই নৌরুটে আশায় কিছুটা চাপ থেকেই যাচ্ছে।
0 মন্তব্য