আমাদের প্রতিবেদক :
সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় যে একজন চিকিৎসাধীন, তিনিও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তিনি।
0 মন্তব্য