আন্তর্জাতিক ডেস্ক :
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি...রাজিউন) ।
কুয়েতের সরকারি সংবাদ মাধ্যম কুয়েত টিভি এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ১৮ জুলাই ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন শেখ সাবাহ। এর একদিন পরই তার শরীরে অস্ত্রোপচার করা হয়। ২৩ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। তবে তার অস্ত্রোপচার এবং যুক্তরাষ্ট্রে কি চিকিৎসা নেবেন, সে বিষয়ে কিছুই জানানো হয়নি দেশটির সরকারের তরফ থেকে। এর আগে ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি।
শেখ সাবাহ অনেকদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তার সৎভাই যুবরাজ শেখ নাওফ আল-আহমদ আল-সাবাহ আংশিক শাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেল সমৃদ্ধ কুয়েতের আমিরের দায়িত্ব পালন করছিলেন শেখ সাবাহ।
0 মন্তব্য