চট্টগ্রাম প্রতিনিধি
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নানা জটিলতার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত হচ্ছে প্রস্তাবিত নতুন রেল কাম-সড়ক সেতু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে।
বুধবার সকালে কালুরঘাট সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত নতুন রেলওয়ে সেতুর স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নানা জটিলতার কারণে সেতু নির্মাণের কাজ দীর্ঘসূত্রিতায় পড়েছিল। তবে সবার আন্তরিকতায় সব জটিলতা নিরসন হয়েছে। প্রস্তাবিত সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেললাইন (ব্রডগেজ) থাকবে।
প্রস্তাবিত সেতু নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসন ও মানুষের মাঝে সেতু নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সফর করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ সেতুর উচ্চতা নিয়ে নৌ-অধিদফতরের যে আপত্তি এসেছে তা অচিরেই অভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।
0 মন্তব্য