স্পোর্টস ডেস্ক
পর্তুগালের মাদেইরাতে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িতে চোর হানা দিয়েছে। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে বুধবার তাঁর এই বাসায় চোর ঢুকেছিল। আশ্চর্যের বিষয় হলো, সেই চোর রোনালদোর বাড়ি থেকে যা যা নিয়েছে, তার মধ্যে দামি কোনো জিনিস নেই। যা কিছু খোয়া গেছে, তার মধ্যে আছে রোনালদোর সই করা জুভেন্টাসের একটা জার্সি!
ঘটনাটি যখন ঘটে রোনালদো তখন পর্তুগালের হয়ে লিসবনে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চুরির সময় বাড়িতে কে কে ছিলেন তা অবশ্য এখনো পরিষ্কার নয়।
পর্তুগালের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাসার এক কর্মী ভুল করে গ্যারাজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই ঢুকেছিল চোর। বাড়ির ভেতরে ঢুকে চোর শুধু জার্সি ছাড়াও নিয়েছে বেসবলের একটি ক্যাপ।
রোনালদোর সই করা জুভেন্তাসের জার্সিটির দাম হতে পারে ২০০ ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সিসিটিভি ক্যামেরায় চোরকে চিহ্নিত করা হলেও এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। বাড়ির গ্যারেজে রোনালদোর পাঁচটি গাড়ি আছে।
ছুটি কিংবা অবসরের সময় পরিবার নিয়ে এই বাড়িতেই থাকেন জুভেন্টাস তারকা। লকডাউনের সময় বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং ছেলেমেয়েদের নিয়ে এখানেই ছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
0 মন্তব্য