আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। হতাহতরা সবাই বাসটির আরোহী ছিলেন বলে জানা গেছে।
রোববার সকালে ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনা ঘটে। চা চোয়েং সাও প্রদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিশেষ আয়োজনে মন্দিরে যাচ্ছিলেন বাসটির ৬০ যাত্রী। পথিমধ্যে একটি ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় বাসের ১৮ আরোহী নিহত হয়। আহত হয় আরও অনেকে। জানিয়েছে থাই পুলিশ।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে রেল লাইনের ট্রাকের ওপর বাসটিকে পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ক্রেন ছাড়া সেখান থেকে এটি সরানো সম্ভব নয়।
এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চানওচা। একইসঙ্গে যথাযথ তদন্তেরও ঘোষণা দিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সড়কে মৃত্যুর হার থাইল্যান্ডে।
এর আগে ২০১৮ সালের মার্চে রাস্তার পাশে গাছে বাস ধাক্কা খেয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হয়।
0 মন্তব্য