আন্তর্জাতিক ডেস্ক :
করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও নির্বাচনি প্রচারে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউজের চিকিৎসক জানালেন করোনা নেগেটিভ ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার সানফোর্ডে হাজারো সমর্থকের উপস্থিতিতে নির্বাচনি সমাবেশ করেন ট্রাম্প।
সমাবেশে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেন ট্রাম্প। পাশপাশি তিনি শক্তি অনুভব করছেন বলেও জানান। ভিড়ের মধ্যে গিয়ে সমর্থকদের চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।
তবে সমাবেশে সামাজিক দূরত্ব না মানার পাশাপাশি ট্রাম্প সমর্থকদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।
এদিকে, ফ্লোরিডায় সমাবেশের কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প করোনামুক্ত বলে দাবি করেন হোয়াইট হাউজের চিকিৎসক ডা. শন কনলি। টানা কয়েক দিন ট্রাম্পের রেপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে দাবি তার। তবে তার পিসিআর পরীক্ষার ফল সম্পর্কে কিছু জানাননি তিনি।
0 মন্তব্য