আমাদের প্রতিবেদক :
রাজধানীর মহাখালীতে একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নুর আলম (২০)।
আজ সোমবার বিকেল ৩টার দিকে মহাখালীর কালা শাহর মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নুর কুড়িগ্রাম সদরের আব্দুল কাদেরের ছেলে। তিনি কালা শাহর মাজার সংলগ্ন এলাকায় থাকতেন।
নুর আলমের সহকর্মী সৈয়দ আলীর বরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, মহাখালীর ওই ভবনের সাততলায় কাজ করার সময় পড়ে যান নুর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
0 মন্তব্য