নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে হাতিয়া পৌরসভার শূন্যের চরের মো. ইব্রাহিম (৪৯) নামে এক ব্যক্তিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ মোহাম্মদ সামস উদ্দীন খালেদ এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মর্তুজা আলী পাটোয়ারী। ইব্রাহিমের বাবার নাম আবদুল হাই। তারা হাতিয়া পৌরসভার শূন্যের চর এলাকারই বাসিন্দা।
জানা গেছে, ২০০৪ সালে শূন্যের চরের একটি গ্রামে ভুক্তভোগীকে তার ঘরের দরজা ভেঙে ধর্ষণ করেন ইব্রাহিম। ঘটনার পর তাকে ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।
পিপি মর্তুজা আলী পাটোয়ারী বলেন, মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে এ রায় দেওয়া হল। এতে ইব্রাহিমকে একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে মামলার অপর আসামি আবদুল হাসিমকে অব্যাহতি দিয়েছেন বিচারক।
0 মন্তব্য