ফেনী প্রতিনিধি:
ফেনীতে ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার দিনভর বৃষ্টি শেষে মধ্য রাতে ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধের দুইটি স্থানে বাঁধ ভেঙে অন্তত ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ও ঘনিয়া মোড়া, শাহাপাড়া, শ্রীপুরসহ অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। নষ্ট হয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমির পাঁকা আমন ধানসহ শীতের সবজি।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহির উদ্দিন জানান, প্রবল পানির স্রোতের ফলে ভাঙন অংশ মেরামত করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত বাঁধ সংস্কার করা হবে।
0 মন্তব্য