আমাদের প্রতিবেদক :
ফ্রান্সে হযরত মুহাম্মদ সালল্লাল্লাহু ওয়া আলাইহী ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন হেফাজতের কর্মীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন, বাংলাদেশের সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান হেফাজত নেতারা। বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদে মুখর হেফাজতের কর্মীরা মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় প্রদক্ষিণ করে শান্তিনগরে এসে শেষ হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর হেফাজতের আমির নূর হোসেন কাসেমী।
0 মন্তব্য