আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জয়ের বিষয়ে আশাবাদী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এখন পর্যন্ত ট্রাম্পের রিপাবলিকান দল পেয়েছে ২শ' ১৩টি ইলেক্টোরাল ভোট। ডেমোক্র্যাট বাইডেনের ঝুলিতে ২শ' ৩৭ ভোট।
মিশিগানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে পেনসিলভেনিয়ায় এগিয়ে ট্রাম্প। এরইমধ্যে ভোটে কারচুপির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। আর নির্বাচনী ব্যবস্থাতেই আস্থা রেখে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে জো বাইডেন।
জয়ের জন্য পেতে হবে ২শ' ৭০ ইলেক্টোরাল ভোট। যুদ্ধক্ষেত্র ফ্লোরিডা, টেক্সাস, ওহাইও অঙ্গরাজ্যসহ ২২টি রাজ্যে জয় পেয়েছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, ওয়াশিংটন ডিসিসহ ২০টি রাজ্যে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।
প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও এদিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসেও ভোট হয়েছে। এরমধ্যে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ১শ' ৭৭টি আসনে। রিপাবলিকানরা পেয়েছে ১শ' ৭০টি আসন। উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে ডেমোক্র্যাটরা ১১টি আসনে জিতেছেন এবং রিপাবলিকানরা জিতেছেন ১৬টি আসনে।
0 মন্তব্য