স্পোর্টস ডেস্ক :
করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন মোহাম্মেদ সালাহ। তার দেশ মিশরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে সালাহর কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চত করেছে।
টোগোর বিপক্ষে আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফাইং রাউন্ডের দুটি ম্যাচ খেলার জন্য মিশরে গেছেন এই লিভারপুল ফরোয়ার্ড। ইজিপিশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানিয়েছে সালাহর কোন উপসর্গ নেই এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। দলের অন্য কারও করোনা পজিটিভ আসেনি।
এর ফলে টোগোর বিপক্ষে নিশ্চিত ভাবেই ম্যাচ দুটি খেলতে পারছেন না সালাহ। তার ক্লাব লিভারপুলের জন্য এটি আরও বড় দুঃসংবাদ। কারণ এরই মধ্যে ইয়ুর্গেন ক্লপ ইনজুরির কারণে হারিয়েছেন জো গোমেজ, ভার্জিল ফন ডাইক, ফাবিনিয়ো এবং ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে। লিভারপুলের হয়ে চমৎকার গোল স্কোরিং ফর্মে আছেন সালাহ। ১৩ ম্যাচে ১০ গোল এসেছে তার পা থেকে।
0 মন্তব্য