আমাদের প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডি ও সাভারে অভিযান চালিয়ে বুধবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাঁরা হলেন নিহাদ মিনা (২৮), তুষার আলম (১৭) ও আবদুস সালাম (২৭)।
অভিযান পরিচালনাকারী র্যাব-৪– এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাজিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডি-১৫ থেকে নাহিদ মিনাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে সাভার জিঞ্জিরার কলমা বাসস্ট্যান্ড থেকে তুষার ও সালামকে গ্রেপ্তার করা হয়।
0 মন্তব্য