কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার মধ্য রাতে কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ১৩ পিস ইয়াবাসহ আটক জুয়েল রানাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এর আগে ছাত্রলীগ নেতা জুয়েল চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার শেখ কামাল সেতুর নিচে সরকারি জায়গায় নিজস্ব অফিস খুলে ওই এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ানোর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভূইয়া জানান, জুয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য