নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মতিঝিল ও মানিকদিতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে খিলগাঁওয়ের আত্মীয়ের বাড়ি থেকে কেরানীগঞ্জের নিজ বাড়িতে পরিবারের সাথে সিএনজি করে ফিরছিল ১০ বছরের শিশু নুসাইবা। মক্কা পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ যায় পঞ্চম শ্রেণী পড়ুয়া এই মাদ্রাসা শিক্ষার্থীর। আহত হন পরিবারের চার সদস্য।
আর মানিকদিতে ট্রাকের ধাক্কায় প্রাণ যায় ইফতেখার ইফতি নামে এক তরুণের। রাজারবার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থী দুর্ঘটনার সময় বাইক চালনা শিখছিলেন। এঘটনায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীও আহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে স্বজনদের আহাজারিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজনহারা মনের কান্নার রোল যেন বাঁধ মানছে না। সন্তানহারা মায়ের কাছে যেন কোন সান্তনাই যথেষ্ট নয়। সবকিছুই এখানে অর্থহীন।
পুলিশ বলছে, ট্রাকটিকে জব্দ করা না গেলেও, ঘাতক বাসটিকে আটকে রাখা গেছে।
ছুটির দিনের ফাঁকা রাস্তায় বেপরোয়া চালকদের দৌরাত্ম্যে দুর্ঘটনার সংখ্যা যেন দিনদিন বাড়ছে।
0 মন্তব্য