আমাদের প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবিলায় সরকার যে নির্দেশনা দিয়েছে, তা অমান্য করে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার রবীন্দ্র সরোবরে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ধানমন্ডি থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
অভিযানের তথ্য নিশ্চিত করে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, সরকারি নির্দেশ অনুযায়ী রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করায় ১৩টি মামলায় ২৫ জনকে ৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীজুড়ে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
0 মন্তব্য