আমাদের প্রতিবেদক :
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন।
সোমবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এই কর্মকর্তাকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
যোগদানের তারিখ থেকে তিন বছর পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন আকরাম। গত ৩১ অক্টোবর থেকে পিআরএলে আছেন তিনি।
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পর গত ২৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্যদের পরিচালক মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরিচালনা পর্যদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয়েছিলো সাবেক সচিব নজরুল ইসলামকে।
0 মন্তব্য